ফরিদপুরে গৃহহীনদের বুঝিয়ে দেয়া হলো ১৪৮০টি ঘর

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৬:৪১ পিএম
ফরিদপুরে ৯টি উপজেলার গৃহহীনদের জন্য নির্মাণকৃত ১৪৮০টি সেমি পাকা ঘর বুঝিয়ে দেয়া হয়েছে গৃহহীনদের মাঝে। এ উপলে শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় গণভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯টি ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই ফরিদপুরের সদর উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সদর উপজেলার গৃহহীনের মাঝে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ঘরের সুবিধাভোগীরা। একই সাথে জেলার প্রতিটি উপজেলায় বুঝিয়ে দেয়া হয় গৃহহীনদের মাঝে ঘর। এসময় ঘর পেয়ে অবেগে আপ্লুত হয়ে পড়েন গৃহহীন হয়ে থাকা এইসব গৃহহীন মানুষেরা। তারা ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: