৩ দফা দাবি নিয়ে চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৮:৫০ পিএম
টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখাসহ ৩ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: