টি-টেন লিগে খেলতে ঢাকা ছাড়লেন আফিফ-মেহেদী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০৮:২১ পিএম
আবুধাবি টি-টেন লিগে সুযোগ পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন আফিফ-মেহেদি। এ দলটির আবার আইকন ক্রিকেটারও আফিফ। লিগ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটার আফিফ এবং মেহেদী। সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের পর পরই দুবাইয়ের বিমান ধরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব আর শেখ মেহেদি হাসান। এদিকে, টেস্টের প্রাথমিক দলে নাম থাকায়, আবুধাবি যাওয়ার অনুমতি পাননি পেসার তাসকিন আহমেদ। আফিফ-মেহেদীর আগেই আবুধাবিতে নিজ নিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলতে ২৩ তারিখ দেশ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই দলের আরেক সদস্য মুক্তার আলী ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। আর পুনে ডেভিলসের হয়ে খেলতে আবুধাবি পৌঁছিছেন নাসির হোসেন। আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগ খ্যাত জমজমাট এই টুর্নামেন্ট। দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশ নিচ্ছে মোট আট দল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: