বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে "বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বান্দরবান সেনানিবাসের মাঠ থেকে এই প্রতিযোগিতাটি শুরু হয়। বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তার সাথে সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আখতারুসামাদ রাফি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনানিবাস ও বালাঘাটা এলাকায় ৫ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় দেড়শ সেনাসদস্য অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সৈনিক মেহেদী হাসান ২১ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া সৈনিক কাফিউল দ্বিতীয় এ সৈনিক অনিক হোসেন তৃতীয় স্থান অধিকার করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: