আইজিপির সঙ্গে সভায় আশ্বস্ত বিএনপি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৫ এএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ প্রধানের আশ্বাসে বিএনপির প্রতিনিধিদল আশ্বস্ত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আইজিপি বিএনপির প্রতিটি কর্মসূচি এবং অনুষ্ঠানস্থলের জন্য পৃথক পৃথকভাবে ঢাকায় ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানস্থলের অনু‌মো‌দন পেলে স্বাস্থ্যবিধি মেনে ইনডোরে অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান আইজিপি। আধা ঘণ্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আজকে পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছি। বিএনপির কর্মসূচি পালনে পুলিশ প্রধান কী ধরনের পরামর্শ দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু করোনাকাল তাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপির কাছে মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল। পুলিশ প্রধানের সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্যসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্যসচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: