কালীগঞ্জে অবৈধ যান চালানো শিখতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১১:৫৪ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ যান লাটা হাম্বার (স্যালো ইঞ্জিন চালিত এক ধরনের গাড়ী) চালানো শিখতে গিয়ে রাস্তার পাশে উল্টে জিলহাস হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলহাস হোসেন ওই গ্রামের হারেজ মল্লিকের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সোমবার সকালে জিলহাস লাটা হাম্বার চালানো শিখছিল। চালাতে চালাতে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: