করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০৪:০৩ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) গিয়ে করোনার টিকা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। এক টুইটবার্তা আজ সকালে এ খবর জানান মোদি। টুইটবার্তায় মোদি বলেন, ‘আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে টিকা নিন।’ এর আগে নরেন্দ্র মোদি গত ১ মার্চ এআইআইএমএস-এ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন। প্রথম ডোজ নেওয়ার ৩৯ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: