করোনায় মারা গেলেন সাবেক জজ মমতাজ

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০৫:৪২ পিএম
এবার সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক জেলা ও দায়রা জজ মমতাজ আলী ভূঁইয়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর রাত এলিফ্যান্ট রোডের নিজ বাসায় রাত সাড়ে ৩ টায় তিনি মারা যান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবি ওয়ালিদ ইসলামের পিতা। মরহুমের জানাজার নামাজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা কামাল বাচ্চু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (৩ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ (৪৭) মারা যান। তিনি রাজধানীর বাড্ডার এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: