সিন্ডিকেট করে কালিয়াকৈরে বংশী নদীর মাটি পাচার

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৩:১৮ এএম
কালিয়াকৈরে অপরিকল্পিত ও অবৈধভাবে ঐতিহ্যবাহী বংশী নদীর তীর কেটে মাটি পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে নদীভাঙনের আশঙ্কায় রয়েছে নদী পাড়ের অসহায় পরিবারগুলো। জানা যায়, উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের বাঙ্গুরী এলাকায় সাত-আট দিন যাবৎ এক্সাভেটর দিয়ে গভীর গর্ত করে বংশী নদীর তীর কেটে অনুমোদনহীন ইটভাটা ও রাস্তার কাজে মাটি পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেটের সদস্যরা। দিনে ও রাতে বংশী নদীর তীর থেকে তারা অবাধে মাটি কেটে নিচ্ছে। শুরুতে মাটি কাটা বন্ধে স্থানীয়রা বাধা দিলেও তা বন্ধ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, তিনি সরেজমিন তদন্ত করে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: