প্রতিদিন করোনা পরীক্ষা হবে সাকিব-মোস্তাফিজদের

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৮:০৩ এএম
ভারতে প্রতিদিন কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছে এক লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে আইপিএলের সঙ্গে জড়িত মোট ৩৬ জন আক্রান্ত করোনায় হয়েছেন। এর মধ্যেই শুক্রবার মাঠে গড়াচ্ছে চতুর্দশ আইপিএল। সংশ্লিষ্ট সকলকে সুরক্ষিত রাখতে কঠোর নিয়ম-কানুনের মধ্যে আইপিএল আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল চলাকালীন প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। এবার খেলা হবে ছয় ভেন্যুতে-চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, আহমেদাবাদ ও কলকাতায়। নির্বাচনের কারণে কলকাতায় আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো হবে না। ক্রিকেটাররা ভেন্যু গুলোতে যাতায়াত করবেন বিমানে। আর বিমানবন্দরে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি। বিমানবন্দরে খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের জন্য আলাদা চেক ইনের ব্যবস্থা রাখার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছে বিসিসিআই। জৈব সুরক্ষিত পরিবেশ ঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আলাদা করে একজন কর্মকর্তা থাকবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলে প্রতিদিনই করোনা পরীক্ষা করবে বিসিসিআই। এদিকে জৈব সুরক্ষিত পরিবেশ ঠিক রাখবেন যে কর্মকর্তা, তাঁর দায়িত্ব হলো কোনো খেলোয়াড় যেন মাস্ক ছাড়া হোটেল কক্ষ থেকে বের না হন, তা নিশ্চিত করা। হোটেলের করিডরে, যেখানে অন্যরাও চলাফেলা করে, সেসব জায়গাতেও ঘোরাফেরা করতে পারবেন না খেলোয়াড়েরা। মাঠ ছাড়ার সময়ও মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক খেলোয়াড়দের জন্য। এসব নিশ্চিত করবেন জৈব সুরক্ষিত পরিবেশের শৃঙ্খলা কর্মকর্তা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: