আয়োজন করে ১৪২৭কে বিদায় জানাল গবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১২:২৮ এএম
মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে ঘোষিত লকডাউনের মধ্যেও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে পুরানো বছর ১৪২৭কে বিদায় জানিয়েছে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলা বছর ও বসন্তের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা সকালে কলা পাতায় পান্তা, ঘুড়ি উড়ানো এবং পানিতে নৌকা ভাসানোর মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সুবিশাল খেলার মাঠে রঙিন ঘুড়ি উড়িয়ে পুরাতন বছরের সব দুঃখগুলোকে হাওয়ায় মিলিয়ে দেয়। লাল, নীল ও হলুদ কাগজের নৌকা পানিতে ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানায় পরে ট্রান্সপোর্ট চত্বরে পান্তা পর্বের মধ্য দিয়ে আয়োজনের ইতি ঘটে। চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৭ এর আয়োজন প্রসঙ্গে ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সস অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে আয়োজনটি সম্পূর্ণ করেছি।’ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ শিক্ষার্থী আসাদুর রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরাও সাংস্কৃতির চর্চা করে এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রেখেছে। তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আজ আমিও এর স্বাক্ষী হলাম।’ তিনি আরও বলেন, ‘ভরদুপুরের আড্ডায় উঠে আসে মুক্ত কল্পনা ও ছন্দ গানের খেলা। ঝরা-ক্লেশ জর্জরিত বিশ্বে বাঙ্গালির উদ্যমশীলতার প্রতীক হোক চৈত্র সংক্রান্তির এ আয়োজন।’ শিক্ষার্থীদের প্রত্যাশা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতি চর্চায় এই ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: