মুমিনুলের শতক-শান্তর দেড়শ; পাল্লেকেলেতে টাইগারদের রাজত্ব

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৬:৩৩ পিএম
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল ও শান্ত। এরই মধ্যে এই জুটি ২০০ রানের পার্টনারশিপ ছাড়িয়েছে। ২২৪ বল খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। এই ইনিংস খেলার পথে ৯টি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে এটি তাঁর ১১তম সেঞ্চুরি। দেশের বাইরে এবারই প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মুমিনুলের সেঞ্চুরির পর ৩৪৩ বলে ১৫০ রানের মাইলফলক পেরিয়েছেন শান্ত। এই ইনিংসে ১৬টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। এদিকে, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে রাজত্ব করছে বাংলাদেশ। বুধবার (২১ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১২৬ ও মুমিনুল হক ৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৭৭/২ (১১৫ ওভার) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৫৪*, মুমিনুল ১০৭*)

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: