দোকানপাট-শপিংমল খোলা রাখা যাবে যত ঘণ্টা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১২:১৪ এএম
আগামী ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে সরকার। আজ শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে গতকাল বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন জানিয়েছিলেন, দোকান খুলে দেয়ার বিষয়ে দুপুরে আমরা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছি। এ বিষয়ে রোববার তিনি আমাদের সিদ্ধান্ত জানাবেন। করোনার মহামারির এই সময়ে জীবন যেমন গুরুত্বপূর্ণ তেমনি জীবিকারও প্রয়োজন রয়েছে। দোকান বন্ধ থাকায় লাখ লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করেছি। একই সঙ্গে ঈদের আগে প্রণোদনা হিসাবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঋণ দেওয়ার দাবি জানিয়েছি। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। গত ৪ এপ্রিল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। পরদিন থেকেই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে দোকান মালিক ও শ্রমিকরা। যদিও চলমান বিধি নিষেধের মধ্যে হোটেল, ফার্মেসী, শিল্প কারখানা খোলা রয়েছে। রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচল বাড়লেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: