বনানীতে ভবনে আগুন, ঝুঁকি নিয়ে অন্য ছাদে প্রবেশ

প্রকাশিত: ১১ মে ২০২১, ০৬:২৩ পিএম
রাজধানীর বনানীতে একটি অফিস ভবনে আগুন লাগার ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানী ১১ নম্বর রোডের একটি অফিস ভবনে আগুন লাগে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাশেদ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট কাজ করছে। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট গিয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভবনটির ছাদ থেকে প্রর্তক্ষ্যদর্শীদের একজন ফেসবুক লাইভে আগুন লাগার দৃশ্যটি প্রচার করছিল। সেখানে তিনি কোন বিল্ডিং এর আগুন লেগেছে তা জানান। ভিডিওর পর্যায় দেখা যায় মানুষজন আগুন লাগা ভবনের ছাদ থেকে অন্য ছাদে ঝুঁকি নিয়ে প্রবেশ করে নিরাপদ আশ্রয়ের জন্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: