কাল ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

প্রকাশিত: ১৬ মে ২০২১, ০২:১৮ এএম
আগামীকাল রোববার (১৬ মে) বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। বাংলাদেশে আসার পর তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টিনে থাকবে শ্রীলঙ্কা দল। পরের চার দিনও কাটবে কোয়ারেন্টিনে, তবে এ সময়ে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন করার কথা রয়েছে তাদের। কাল ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে চলে যাবে শ্রীলঙ্কা দল। মঙ্গলবার পর্যন্ত থাকবেন হোটেলেই। সেখানে নিয়ম অনুযায়ী দু'বার করোনা পরীক্ষা করা হবে দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফের। দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই বুধবার অনুশীলন শুরু করতে পারবেন লঙ্কানরা। এদিকে বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে মঙ্গলবার থেকেই। মিরপুরে ক্রিকেট একাডেমি মাঠে হবে অনুশীলন। বুধবার দুই দলই অনুশীলন করবে। পরের দিন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা লাল ও সবুজ দলে ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলবেন বিকেএসপিতে। সেদিন শ্রীলঙ্কা দল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে একাডেমি মাঠে। শুক্রবার বাংলাদেশ দল মিরপুর ইনডোরের বাইরের মাঠে অনুশীলন করলেও শ্রীলঙ্কা দল সাভারের বিকেএসপিতে নিজেরা দুই দলে ভাগ হয়ে খেলবে অনুশীলন ম্যাচ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: