মাঠে হঠাৎ গুরুতর অসুস্থ ডেনমার্কের ফুটবলার, নেওয়া হল হাসপাতালে

প্রকাশিত: ১৩ জুন ২০২১, ০৬:০২ এএম
ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচ চলাকালে হঠাৎই মাঠে লুটিয়ে পড়েছেন ক্রিস্তিয়ান এরিকসেন। বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলার পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পরে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তবে তার শেষ অবস্থা স্পষ্টভাবে এখনও জানা যায়নি। বিরতির আগেই একে একে সবাই মাঠ ছেড়ে চলে গেছেন। পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচ। কিছুক্ষণ আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা টুইট করে জানিয়েছে, ম্যাচ পরিত্যক্ত। জানা গেছে, কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে এ ঘটনা ঘটে। হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান এরিকসেন। ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। পরে হাত ইশারায় তারা মেডিকেল স্টাফদের ডাক দেন। মাঠেই শুরু হয় চিকিৎসা। ধারণা করা হচ্ছে, হার্টের সমস্যায় ভুগছেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। এসময় সতীর্থ মার্টিন ব্রাথওয়েটকে দেখা যাচ্ছিল প্রার্থনা করতে। হাত কামড়াচ্ছিলেন ডেনিশ গোলরক্ষক কাসপের মাইকেল। তাদের চোখে ছিল পানি। গ্যালারিতেও অনেক দর্শক তখন কাঁদছিলেন বলে দেখা গেছে। তবে এরিকসেনের কী হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। দুই পাশে কাপড় দিয়ে ঘিরে মাঝে স্ট্রেচারে করে এরিকসেনকে বাইরে নিয়ে যেতেও দেখা গেছে। এর একটু পরই উয়েফার টুইটার পেজে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি তখন ছিল গোলশূন্য সমতায়। পরে আবার ইউরোপিয়ান ফুটবল সংস্থাটি জানায়, হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসেনকে। তার অবস্থা এখন স্থিতিশীল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: