ভারতে দশ দিনের ব্যবধানে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে ৪০ হাজার

প্রকাশিত: ২১ জুন ২০২১, ০৫:৫২ পিএম
ধীরে ধীরে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে ফেলেছে করোনায় বিধ্বস্ত দেশ ভারত। যেখানে ১০ দিন আগেও প্রতিদিন গড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯০ হাজার, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। দীর্ঘ ৮৮ দিনের মাথায় দেশটিতে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের ঘটনা এটি। সোমবার (২১ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। যা গত তিনমাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে সেখানে ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। যা রোববারের তুলনায় বেশকিছুটা কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন অনেক বেশি রোগী। একদিনে করোনা জয় করেছেন ৭৮ হাজার ১৯০ জন। ফলে ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ১৯৯ জনে। ভারতে করোনার টিকাদান নীতিতে পরিবর্তন এনেছে মোদি সরকার। আজ থেকে দেশটিতে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকে বিনামূল্যে টিকা দেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: