মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০১:৩৪ এএম
পিরোজপুরের ইন্দুরকানীতে স্মার্টফোন কিনে না দেওয়ায় মারজিয়া আক্তার নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৩ জুলাই) সকালে নিজ ঘরে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আতহত্যা করে সে। মারজিয়া উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকার আবুল কালামের মেয়ে। পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি সদস্য আ. রশিদ চৌকিদার জানান, ওই এসএসসি পরীক্ষার্থী মা-বাবার কাছে কয়েকদিন আগে একটি ভালো মোবাইল ফোন চেয়েছিল। মোবাইল না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে শোনা গেছে। ইন্দুরকানী থানার উপপরিদর্শক মো. ফরিদ আহম্মেদ জানান, একটি স্মার্ট মোবাইল ফোনের জন্য ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: