পটুয়াখালীতে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০১:৫২ এএম
স্বপ্নীল দাস, পটুয়াখালী থেকে : করেনা ভাইরাস প্রাদুর্ভাবে পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্থ দরিদ্র, অসহায় বয়স্ক, দুস্থ, ভাসমান এবং অস্বচ্ছল ২শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর আয়োজনে পটুয়াখালী লঞ্চ ঘাটে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় নদী বন্দর কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ গাজী হাফিজুর রহমান সবির, জেলা দূর্যোগ কর্মকর্তা রনজিত কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ছিল ১০কেজি চাল,ডাল,তেল,১কজি লবন, সাবান ও মাস্ক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: