স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৪:৫৩ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের ছয়টি ইউনিটে নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও মহানগর শাখার নেতাদের যৌথ সভায় চট্টগ্রামের ছয়টি থানার আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম রাশেদ খান এবং সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বুলু এসব কমিটি অনুমোদন করেন। আজ সোমবার (২৬ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো- ১. হালিশহর থানা : আহ্বায়ক- আনোয়ারুল কাফি মুন্না, সদস্য সচিব- মুরাদুল আলম। যুগ্ম আহ্বায়ক- ১. মীর কাশেম ২. মো. সাজ্জাদ হোসেন ফারহান ৩. আব্দুর রাজ্জাক ৪. মো. আসিফ সাগর ৫. মো. শহীদুল্লা সাগর ৬. মো. ফয়সাল আহমেদ ৭. মো. শরীফ ৮. মো. রুমন ৯. নাজিম উদ্দীন বাবলু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ২. বাকলিয়া থানা : আহ্বায়ক- মো. দুলাল, সদস্য সচিব- মো. শামীম। যুগ্ম আহ্বায়ক- ১. মো. ইসমাইল সুমন ২. গাজী শওকত ৩. মো. রনি ৪. মো. জামসেদ ৫. মো. দেলোয়ার হোসেন ৬. আলমগীর আলী ৭. ইব্রাহিম সোহেল ৮. রেজাউল করিম ফাহিম ৯. বাবুল মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ৩. পাহাড়তলী থানা : আহ্বায়ক- মো. আনিসুজ্জামান পাটওয়ারী টুটুল, সদস্য সচিব- মো. ইসকান্দর। যুগ্ম আহ্বায়ক- ১. মো. মনোয়ার হোসেন নিশাত ২. ফজলুল কাদের রাজু ৩. মো. ইকবাল ৪. মো. সেলিম ৫. মো. সুমন ৬. সামসুল হক রানা মির্জা ৭. মো. আবুল কালাম আজাদ রাকিব ৮. মো. দিদার ৯. আহসান হাবিব সোহেলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ৪. পতেঙ্গা থানা : আহ্বায়ক- জাহাঙ্গীর আলম, সদস্য সচিব- কাওসার আলম কাইসার। যুগ্ম আহ্বায়ক- ১. শওকত রানা ২. মো. নিজাম ৩. মো. আলমগীর ৪. মো. লোকমান ৫. মো. সাহাব উদ্দীন ৬. মো. শাহ নেওয়াজ ৭. তাজুল ইসলাম ৮. মো. শরিফ হোসেন গুড্ডু ৯. মো. ইলিয়াছসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ৫. ইপিজেড থানা : আহ্বায়ক- মো. ইউসুফ সুমন, সদস্য সচিব- মো. মিজান হোসেন। যুগ্ম আহ্বায়ক- ১. মো. সাইফুল আলম ২. মো. শাহাজাহান সাজু ৩. আব্দুল মুবিন ৪. মো. ইকবাল ৫. মো. মনজুর আলম ৬. মো. ফারুক ৭. মো. হারুনুর রশিদ ৮. মো. শফিউল আলম ৯. মো. আবদুল আজিজসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ৬. বন্দর থানা : আহ্বায়ক- মোহাম্মদ রিয়াজ উদ্দীন রাজু, সদস্য সচিব- মোহাম্মদ আরমান শুভ। যুগ্ম আহ্বায়ক- ১. মোহাম্মদ জসিম উদ্দীন ২. সাদ উদ্দিন চৌধুরী ৩. মোহাম্মদ আল জাবের ৪. কায়সার হামিদ ৫. কামরুল হাসান ৬. খোরশিদ মালিক ৭. আব্দুল জলিল ভূইয়া ৮. মিজানুর রহমান মিঠু ৯. তাজুল ইসলাম সবুজসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নে কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: