সরকার অনুমোদিত টিকা নিলেই সৌদি ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০২:২৯ এএম
মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর, টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেবে বলে ঘোষণা দিয়ে সৌদি আরব। আজ শুক্রবার (৩০ জুলাই) সকালেই এমন ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশটির সরকার। দেশটির পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে, সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে। এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারের স্থগিতাদেশ ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে। সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়। দেশটির এ মন্ত্রণালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের টিকা গ্রহণকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে। রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটন শিল্প গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করেছে। সৌদি আরবে ৫ লাখ ২৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ২১৩ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: