সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৪:২৬ এএম
নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে: কুড়িগ্রামের নাগেশ্বরীতে হতদরিদ্র ৭০টি পরিবারকে সেনা বাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৭২ পদাতিক ব্রিগেড এর অন্তর্গত ৩০ ব্যাটেলিয়ন কর্তৃক মানবিক সহয়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টা দিকে জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে উত্তর কুমরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব মেনে এ সহায়তা প্রদান করা হয়।এ সময় সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন- ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ। এসময় হতদরিদ্রের প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ৫শত গ্রাম ডাল, ৫শত গ্রাম তেল, লবণ ও সাবান দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: