মগরমপট্টি বিলে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৯ এএম
ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মগরমপট্টি বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবলীগ নেতা মুনসুর মুন্সীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন মাতুব্বর, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর শফিজদ্দীন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন , খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, বিশিষ্ট সমাজ সেবক শাজাহান হাওলাদার প্রমূখ। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় ৩০ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৩০ ইঞ্চি এলিডি টেলিভিশন দেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: