গাছ কাটতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ আহত ৩

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৩ এএম
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে এক নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারুয়াত ইউনিয়নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নারুয়া ইউনিয়নের বিলটাকা গ্রামের কাদের শেখের স্ত্রী আলেয়া (৩৪), একই ইউনিয়নের বাকসাডাঙ্গি গ্রামের আবদার মন্ডল (৪৫) ও খাটিয়াপাড়া গ্রামের জলিল মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল (৩৫)। নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় নারীসহ তিনজন আহত হয়েছেন। গাছের নিচে জিআই পাইপ দেখা গেছে। শুনেছি কুড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরিত হয়। হয়তো পাইপে বিস্ফোরক জাতীয় কোনো বস্তু ছিল। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কাটার সময় বিস্ফোরণে তিনজন আহতের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে জানানো হবে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল কি না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: