পাংশায় বিভিন্ন প্রকল্পের অনুদান ও গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:২০ এএম
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের ৯৮ জন গ্রাম পুলিশের মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরের পোশাক ও সাইকেল বিতরণ,পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন কৃষকের মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ, ১০ জনের মধ্যে দরিদ্র মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ, ৩৩৩ নম্বরে কল প্রদানকারী দরিদ্র ২০ পরিবারের মধ্যে সরকারী খাদ্য সহায়তা প্রদান, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক ১৫ জনের মধ্যে ৪লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত”ছোট কাগজ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখের রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বজ্রপাতে ক্ষয়ক্ষতি নিরোধে তাল গাছের বীজ/চারা রোপন করেন জেলা প্রশাসক দিলশাদ বেগম এ সময় সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সকল অতিথি উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: