বাংলাদেশ দলের বিশ্বকাপ অফিসিয়াল জার্সির দাম ১৪০০ টাকা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ০২:৫৩ এএম
বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই সেখানে ওমান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছে টাইগাররা। সেই ম্যাচে টাইগারদের নতুন জার্সিতে আবিষ্কার করেছে সমর্থকরা। এরপরই জল্পনা ছিল কেমন হতে চলেছে বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। সেই জল্পনার অবসান ঘটিয়ে উন্মেচন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হোম ও অ্যাওয়ে জার্সি। সোমবার (১১ অক্টোবার) রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট দলের নব নির্বাচিত চার পরিচালক। তারা হলেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম ও ওবেদ নিজাম। ১৩ অক্টোবর থেকে আড়ংয়ের সব আউটলেটে পাওয়া যাবে বাংলাদেশের অফিসিয়াল জার্সি। আড়ংয়ের ওয়েবসাইট ও অ্যাপে মিলবে এই জার্সি। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি মিলবে দুই দামে। বড়দের জার্সির দাম ১ হাজার ৪০০টাকা। আর বাচ্চাদের জার্সি মিলবে ১ হাজার টাকায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: