মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বাবা-মা ও ছেলের আত্বহত্যা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১১:০২ এএম

মেয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠায়। অপমানে রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বকখালি লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন একই পরিবারের বাবা, মা ও ছেলে। রবিবার দুপুরে মৃতদের উদ্ধার করেন ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। মৃতরা হলেন— নাম শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)। শ্যামল ও রিতার মেয়ে পুনম দাস। তিনি ডায়মন্ড হারবার থানার সুলতানপুরের বাসিন্দা। তার স্বামী মিঠুন দাস মাছের আড়তের কর্মী। খবর আনন্দবাজারের

স্থানীয়রা জানিয়েছেন, পুনমের বিরুদ্ধে কয়েক দিন আগে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। শনিবার রাতে পুনমের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কিছু নারী সদস্য চড়াও হয়ে বিক্ষোভ দেখান। পুনমের সামনেই তার বাবা-মাকে চূড়ান্ত অপমান করা হয়। মারধর করা হয়, হুমকিও দেওয়া হয়। ওই রাতেই থানায় অভিযোগ করেন শ্যামল নস্কর। তারপর রোববার সকালে স্ত্রী রীতা ও ছেলে অভিষেককে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে চলে যান তারা। সেখানে ছেলে অভিষেকের ফোন থেকে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন। এরপরই পুলিশ স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ মহিলাকে আটক করে। তারা নস্কর পরিবারকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ। পুনম এবং তার স্বামীকেও আটক করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: