নিহত টিপু সেই মিলকী হত্যার আসামি ছিলেন

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও পথচারী আফরিন প্রীতি (২৪) নামের এক তরুণী। নিহত কলেজছাত্রী তরুণী রিকশায় করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।
এদিকে, নিহত টিপু যুবলীগ নেতা ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিলকী (৪৩) হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন। ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশান-১ নম্বরেসপার্স ওয়ার্ল্ডের সামনে মিলকীকে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে হত্যা করে। ওই ঘটনায় মিলকীর ছোট ভাই মেজর রাশেদুল হক খান মিলকীর বাদী হয়ে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম টিপু আসামি ছিলেন। পরবর্তীতে সিআইডির দেওয়া চার্জশিটে টিপুর নাম বাদ দেওয়া হয়।
প্রাথমিক তথ্য মতে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে ঘটনার সময় টিপু তার মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে তার গাড়িচালক আহত হয়েছেন। টিপুকে বহন করা প্রাইভেট কারের পাশে একজন রিকশাযাত্রী গুলিবিদ্ধ হয়। তিনিই সামিয়া আফরিন প্রীতি। সরকারী বদরুন্নেসা মহিলা কলেজের অনার্সের শিক্ষার্থী তিনি। রাত সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালক মুন্না হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিতে আহত গাড়ি চালক মুন্না বলেন, রাত সোয়া ১০ টার দিকে মাইক্রোবাসে করে খিলগাঁও রেলগেটের দিকে যাচ্ছিলাম। মাইক্রোবাসের সামনের বাম পাশের সিটে বসে ছিলেন টিপু। পিছনের সিটে টিপু ভাইয়ের একজন আত্মীয় বসেছিলেন। মাইক্রোবাসে আমরা শাজাহানপুর বাগিচা মসজিদের দিকে যাচ্ছিলাম। খিলগাঁও রেলগেটের কাছে আসলে ট্রেন ক্রসিংয়ের সিগন্যালে রেলগেটে অপেক্ষা করতে থাকি। এসময় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের বাম পাশে একটি মোটরসাইকেল থামে। মোটরসাইকেলের চালকের মাথায় কালো রঙের হেলমেট ও মুখে মাস্ক। ওই মোটরসাইকেল চালক আগ্নেয়াস্ত্র বের করে মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। ৫/৬ বার গুলির শব্দ আসে। এরপর গাড়ির সীটেই টিপু ভাই লুটিয়ে পড়েন। আমার শরীরেও গুলিবিদ্ধ হয়।
নিহত জাহিদুল শাহজাহানপুর ঝিলপাড় মসজিদের পাশে একটি বাসায় দ্বিতীয় স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। আর প্রথম স্ত্রী দুই মেয়ে নিয়ে থাকেন অন্য বাসায়। নিহতের খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান টিপুর পরিবারের সদস্যরা। টিপুর স্ত্রী ফারহানা ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শাজাহানপুর এলাকার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার এম এ আহাদ বলেন, সাদা রঙের মাইক্রোবাসটি রেলগেট ট্রেনের সিগন্যালে থেমে যায়। এসময় একজন মোটরসাইকেল আরোহী মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। পাশে দাঁড়িয়ে থাকা রিকশাযাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। নিহত প্রীতি সরকারী বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন আলামত সংগ্রহ করেছে।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণী বিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। মামলাটির প্রথম তদন্তের দায়িত্ব পায় র্যাব। ২০১৪ সালের ১৫ এপ্রিল ১১ জনকে অভিযুক্ত করে তিনি আদালতে চার্জশিট দাখিল করা হয়। ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন মামলার বাদী। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের সিআইডিকে নির্দেশ দেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর সিআইডি আরও সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ সময় নয়জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: