পি কে হালদারকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

প্রকাশিত: ১৫ মে ২০২২, ১২:৩৫ এএম

ভারতে গ্রেপ্তার হওয়া কয়েক হাজার কোটি টাকা পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে শনিবার (১৪ মে) গ্রেপ্তারের পর উত্তর ২৪ পরগনার একটি আদালতে এই রিমান্ড আবেদন করা হয় বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোর্স। এর আগে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে পি কে হালদার ও তার কিছু সহযোগীর বিভিন্ন সম্পত্তিতে একযোগে অভিযান চালিয়েছে ইডি। তারা কয়েকটি অভিজাত বাড়িসহ বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে পিকে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, পিকে হালদারের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তারও করেছে দুদক। এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: