সখীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৪:৩৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সখীপুর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল। আনন্দ শোভাযাত্রা শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, অধ্যক্ষ রফিক-ই-রাসেল, অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, আনসার আলী আসিফ, গজারিয়া ইউপির চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: