মৌসুমী স্বামীকে কেন ভাই ডেকেছে আমি জানি না : ওমর সানী

সম্প্রতি সময়ে ওমর সানি ও জায়েদ খানের চড়-পিস্তল কাণ্ড দেশজুড়ে আলোচনার শীর্ষে। শনিবার (১১ জুন) রাত থেকেই মিডিয়াপাড়ায় এ ঘটনা নিয়ে আলোচনার শেষ নেই। এই নিয়ে শিল্পী সমিতিতে এসে লিখিত অভিযোগ করেছেন ওমর সানি। সেখানে তিনি জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ আনেন। কিন্তু সেই অভিযোগকে সম্পুর্ন অস্বীকার করেছেন মৌসুমী।
সম্প্রতি গনমাধ্যমে পাঠানো মৌসুমী এক অডিও বার্তায় বলেন, ‘আমাকে এই ছোট করার মধ্যে আমরা যাকে অনেক শ্রদ্ধা করে আসছি আমাদের ওমর সানী ভাই তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা আমার সঙ্গেই সলভ করবে। ’
তবে এই ভাই ডাকা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। শুধু তা-ই নয়, এই একটি শব্দ মৌসুমী ও ওমর সানীর সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ভাই ডাকা প্রসঙ্গে ওমর সানী একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী তার স্বামীকে কেন ভাই ডাকছে, সে ভালো বলতে পারবে; আমি জানি না। আমি তাকে অসম্মান করে কিছু বলতে চাই না। তার প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই। ’ আপনারা এখন একসঙ্গে থাকছেন কি না―ওমর সানী বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, একসঙ্গে থাকব না কেন, একই ছাদের নিচে আছি আমরা। আমার বাসায় ১১টি সিসিটিভি আছে...ফুটেজ চাইলে সব দেখাব। ’
ওমর সানী বলেন, ‘সে যা বলেছে, কী ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয়টি নিয়ে কিছুদিন ধরে একটু দূরত্ব তো চলছিল। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলব না। কারণ সে স্টিল নাও আমার স্ত্রী। ’ সানী বলেন, ‘আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই, আমি কী বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা জানে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে মৌসুমীকে ডিস্টার্ব করেছে। ফারদিন বলুক আর ফাইজা বলুক তাদের মায়ের সম্পর্কে। আমার ছেলে-মেয়েরা কথা বলুক এ বিষয়গুলো নিয়ে। তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি কিছু বলতে চাই না। ’
প্রসঙ্গত, শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মেরে বসেন। জায়েদ নাকি মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এজন্য ক্ষিপ্ত হয়ে তিনি তাকে চড় মেরে বসেন। জায়েদ খানও নাকি পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন। বিয়ের অনুষ্ঠানে এমন কণ্ডে অনেকে হতবাক হয়েছেন। এদিকে, এই অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: