শেয়ারবাজারে ৬৫ লাখ টাকা খুইয়ে নিঃস্ব সাবেক সেনাসদস্য

শেয়ারবাজারে ৬৫ লাখ টাকা খুইয়ে নিঃস্ব সাবেক সেনাসদস্য কাওছার আহমেদ। ঝণ ও পেনশনের টাকা সবমিলিয়ে মোট ৬৫ লাখ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন তিনি। শেয়ারবাজারে এই ৬৫ লাখ টাকা খুইয়ে রীতিমতো পথে বসেছেন, এখন প্রতি মাসে ঋণের প্রায় ৬০ হাজার টাকার কিস্তি পরিশোধ হচ্ছে তাকে। লোকসান ও ঋণের যন্ত্রণা থেকে বাঁচতে সম্প্রতি তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করছেন। ফলে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) কোন উপায় না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাই অবস্থান কর্মসূচি করেন কাওছার আহমেদ। কর্মসূচি থেকে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা চান। কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে পড়েন কাওছার। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
ভুক্তভুগী কাওসার আহমেদ জানান, ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান তিনি। পেনশনের সব অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করেন। পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও ঋণ নিয়ে বিনিয়োগ করেন। শেয়ারবাজারে বিনিয়োগ করা প্রায় সব অর্থ খোয়ান তিনি। তিনি আরও জানান, বিভিন্নজনের কাছ থেকে তিনি প্রায় ৪০ লাখ টাকা ধার নিয়েছেন। সেই টাকার সুদ বাড়ছে। ঋণ পরিশোধে প্রতি মাসে ৬০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। শেয়ারবাজারে ৬৫ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। লোকসান ও ঋণের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘুমের ওষুধ সেবনে অভ্যস্থ হয়ে পড়েছেন। এভাবে তিনি আত্মহননের পথও বেছে নিয়েছেন। দুর্দিনে তিনি ঋণের বোঝা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর সহায়তা চান।
এ ঘটনায় শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর আবুল বাশার জানান, প্রেস ক্লাব চত্বর থেকে অসুস্থ অবস্থায় কাওছার নামে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার কাছ থেকে ১০ পাতা ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: