৫ জেলার বাইরে যেতে পারবে না রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল

প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ০৮:৪৬ পিএম

রাইড শেয়ারিংয়ের আওতাভুক্ত কোনো মোটর সাইকেল ঢাকা পরিবহন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বাইরে দীর্ঘ পথে চলাচল করতে পারবে না। এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। শুক্রবার (১ জুলাই) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবন মিলনায়তনে রাইড শেয়ারিং সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, রাইড শেয়ারিং সংস্থাগুলোর কোনো মোটর সাইকেল ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এর আওতাধীন আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বাইরে দীর্ঘ রুটে চলাচল করতে পারবে না।

এ বিষয়ে বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ রুটে মোটর সাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে না। এই নিয়ম না মানলে মোটর সাইকেল মালিক ও রাইড শেয়ারিং কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো আমরা। তিনি বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে স্থানীয় পুলিশকে চিঠি দিয়েছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: