যুবকদের জালে উঠলো ৩০ কেজি ওজনের বাঘাইড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে আবারও ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বাঘাইর মাছ। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী বাংলাবান্ধা গ্রামে যুবকদের জালে মাছটি ধরা পরে। কুড়ি জন মাছটি ভাগ করে নিয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের ২০ জন যুবকের একটি দল মহানন্দা নদীতে বড় জাল দিয়ে শখের বসে মাছ ধরতে যান। বড় মাপের টানা জাল নদীতে ফেলে দেওয়া হয়। এ সময় যুবকরা জালের উপর দিয়ে হাঁটা শুরু করে।
এক পর্যায়ে জালের নিচের দিকে তারা বড় মাছের অবস্থান টের পান। পরবর্তীতে সবাই একত্র হয়ে মাছের অবস্থান বুঝে যুবকেরা জালটিকে জড়িয়ে নেয়। অনেক চেস্টার পর একটি বাঘাইড় মাছটিকে নদীর পানি থেকে ডাঙ্গায় নিয়ে আসে। অনেকের ধারণা সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।
মাছ ধরা যুবকদের মধ্যে মনির হোসেন জানান, আমরা বাঘাইড় মাছটি বিক্রয় না করে কুড়িজন ভাগাভাগি করে নিয়েছি। মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিচ্ছেন।
যুবক জীবন বলেন, আমরা বাংলাবান্ধা গ্রামের ২০ জনের একটি দল মাছ ধরার জন্য নদীতে নামি। নদীতে নেমে জাল ফেলার সময় মাছের অবস্থান টের পাই।পরবর্তী বাগাইড় মাছটি ধরতে সক্ষম হই।
উল্লেখ, গত ৫ জুলাই বাংলাবান্ধা ইউনিয়নে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছিলে। স্থানীয় বাজারে মাছটি কেটে প্রতিকেজি ১৫০০ টাকা দরে বিক্রি করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: