বরগুনায় জঙ্গল থেকে বৃদ্ধ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৭:০৮ পিএম

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড়তালেশ্বর গ্রামে নদীর পাড়ে জঙ্গল থেকে আলেয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। আলেয়া বেগমের পারিবারিক ও গ্রামবাসীর সুত্রে জানা যায়, সোমবার বিকালে আলেয়া বেগম ৪টি ছাগল চড়াতে নদীর পাড়ে এসে আর বাড়ীতে ফিরে যায়নি। সন্ধ্যায় বাড়ীর লোকজন তাকে খোঁজ করতে এসে বাড়ী থেকে প্রায় ১শ'গজ দুরে জঙ্গলে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ৯ টার দিকে মৃতদেহ উদ্বার করে।আলেয়া বেগমের বাড়ীর লোকজনের ধারনা, দূর্বৃত্তরা আলেয়া বেগমের কান থেকে স্বর্ণের দুল সহ ৪টি ছাগল ছিনিয়ে নিয়ে তাকে আঘাত করে হত্যা করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বশির আহমেদ বলেন, আলেয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্বার করে সুরাতহাল শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বামনা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: