স্বাস্থ্য কর্মীর কাছ থেকে সিরিঞ্জ নিয়ে টিকা পুশ করলেন ইউপি চেয়ারম্যান

পঞ্চগড়ে নিজ হাতে সিরিজ নিয়ে এক ব্যাক্তির শরীরে অবৈধভাবে টিকা পুশ করেছেন ইউপি চেয়ারম্যান। জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান নিজ হাতে সিরিঞ্জ নিয়ে এক ব্যাক্তির শরীরে টিকা প্রদান করেন। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে সোনাহার ইউনিয়নের ক্লাবগঞ্জ সিসি ক্লিনিক বুস্টার টিকা কেন্দ্রে এই ঘটনা ঘটে। তবে মশিউর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন আমি শুধু ফটোসেশনের জন্য সিরিজ হাতে নিয়েছি।
এদিকে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান নিজেই তার ফেসবুক আইডিতে টিকা পুশ করা ছবি ছড়িয়ে দেয়। এরপরই সেই ছবি নিয়ে সমালোচনা ও চাঞ্চল্যের সৃস্টি হলে তার ফেসবুক আইডি থেকে সেই ছবি ডিলিট করে দেয়। টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী কুসুম রানী জানান দুপুরে আমার কেন্দ্রে চেয়ারম্যান পরিদর্শনে আসেন। আসার পরপরই চেয়ারম্যান আমার কাছে সিরিঞ্জ চায়। আসলে মানবিকতা এবং চেয়ারম্যানের সম্মানার্থে আমি উনাকে সিরিঞ্জ দেই। চেয়ারম্যান আমাকে বলেছিল আমি টিকা পুশ কিভাবে করতে হয় আমার জানা আছে, পরে উনি একজনের শরীরে টিকা প্রদান করেন। মুঠোফোনে কথা বলার কিছুক্ষন পর আবারও সাংবাদিককে ফোন করে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানায়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. হাসিনুর রহমান জানান বিষয়টি আমি মঙ্গলবার সন্ধ্যায় একজন স্থানীয় ব্যাক্তির মাধ্যমে মৌখিক অভিযোগ পেয়েছি। এরপরই আমি ইপিআই টেকনিশিয়ান ডালিম কুমারকে ঘটনার খোঁজ নেওয়ার নির্দেশ দেই। পরে তিনি আমাকে আমাকে সোনাহার ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে চেয়ারম্যান টিকা পুশ করেছে বলে জানায়। তবে চেয়ারম্যান তার এখতিয়ার বহির্ভুত ভাবে কাজটি করেছে। কারন একজন মানুষের শরীরে ভ্যাক্সিনের কতটুকু পুশ করতে হয় এটি চেয়ারম্যান জানার কথা না। স্বাস্থ্য সহকারী কুসুম রানীও ভূল করেছে। কুসুম রানী সিরিঞ্জ চেয়ারম্যানের হাতে দিয়েছে এজন্য শোকজ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: