কবির আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয় সামরিক সচিব হওয়ায় নেত্রকোনাবাসী আনন্দিত

নেত্রকোণার বারহাট্রা উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মরহুম মনসুর আহমেদের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার গণভবনে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কবির আহমেদের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক সচিব নিয়োগ পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্র নায়ক ও প্রধানমন্ত্রী দেশরন্ত জননেত্রী শেখ হাসিনাকে (এমপি) অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, বারহাট্রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, ঘাতক-দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক কেশব রঞ্জন সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি-ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা’র সন্তান জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, বারহাট্রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির খোকন, ঘাতক-দালাল নির্মূল কমিটি আটপাড়া উপজেলা শাখার সভাপতি আবু রেজা মোহাম্মদ মাহবুব টিপু, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মনিরুজ্জামান বাবুল, বারহাট্রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, আওয়ামী যুবলীগ নেত্রকোণা জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক দেওয়ান রনি, নবনাট্য সংঘ নেত্রকোণা জেলা শাখার সভাপতি সালাহ উদ্দীন খান রুবেল সহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: