গাজীপুরে ৬ পর্যটকের এক সাথে জানাজা

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৭:০৭ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেকে কুয়াকাটা যাবার পথে বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ পর্যটকের জানাজা একত্রে হয়েছে। তাদের জানাজায় হাজারো মানুষ অংশ নিয়েছে। জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল থেকে নানা শ্রেণীর পেশার মানুষ আসতে থাকেন গাজীপুর মহানগরীর ১১ নং ওয়ার্ডের জয়েরটেকের মাঠে। হাজারো মানুষের ভীড়ে কানায় কানায় ভরে যায় জয়েরটেকের বিশাল মাঠ।

অনেকেই প্রথম জানাজায় অংশ নিতে না পারায় দ্বিতীয় জানাজার নামাজের আয়োজন করতে হয়। দ্বিতীয় জানাজাও মানুষের ঢল নামে এবং জানাজার নামাজের মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

নিহতদের বন্ধবান্ধব আত্মীয় স্বজন পড়াপ্রতিবেশী ছাড়াও দূরদূরান্তের শুভাকাঙ্ক্ষীরাও জানাজায় অংশ নিতে ছুটে আসেন কোনাবাড়িতে। গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল গাজীপুর সিটি কর্পোরেশনের (বরখাস্ত) মেয়র জাহাঙ্গীর আলম জানাজায় অংশ নেয়। জানাজায় অংশ নেয়া প্রতিটা মানুষ নিহতদের অকাল মৃত্যুতে আল্লাহর দরবারে তাদের বেহেশত নসিব কামনা করেন।

এ সময় জানাজায় অংশ নেয়া মুসুল্লি ও নিহতদের আত্নীয়, স্বজন, বন্ধু বান্ধবদের কান্নায় আশপাশের আকাশ বাতাস ভারী হয়ে উঠে। একই এলাকার, এক সাথে ৬ জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারে‌ ও এলাকায় চলছে শোকের মাতম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: