স্ত্রী ও শ্যালিকাকে দায়ী করে ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে স্ত্রী, শ্যালিকা ও শ্বশুর-শাশুড়িকে দায়ী করে বিষপানে আত্মহত্যা করেছেন মো. শাহ জালাল (২৮) নামের এক যুবক। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত শাহজালাল ওই এলাকার মাহফুজ পাগলার ছেলে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। ফেসবুক লাইভে তিনি বলেন, দাম্পত্য কলহের কারণে স্ত্রী শ্বশুর বাড়িতে থাকতেন। তার অনেক সমস্যা রয়েছে। তারপরও সন্তানদের কথা চিন্তা করে সংসার চালিয়ে যেতে চেয়েছিলাম। তার অভিযোগ, স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনকে অনেক বোঝানো চেষ্টা করেও ব্যর্থ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। তার মৃত্যুর জন্য স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শ্যালিকা দায়ী বলেও অভিযোগ করতে শোনা যায় ভিডিওটিতে। তিনি আরও বলেন, আত্মহত্যা মহাপাপ জেনেও আমি এ পথ বেছে নিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ পাগলার ছেলে শাহজালাল। তার সাথে প্রায় ১০ বছর আগে একই ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা শাহ আলমের মেয়ে পপি আক্তারের (২৫) বিয়ে হয়। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। বছরখানেক ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। পপির চাপে বাবা-মার সঙ্গে ছেলে আলাদা হয়ে যান। পপি পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। সেটি শাহজালাল হাতেনাতে ধরে ফেলেছিলেন। দাম্পত্য কলহ বাড়তে থাকলে গত এক-দেড় মাস আগে পপি রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়। তবে সন্তানদের কথা চিন্তা করে পপিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল শাহজালাল। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন ধারাবাহিক দুর্ব্যবহার করে আসছিলেন।
গত প্রায় এক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে শাহজালাল-পপির মধ্যে ঝামেলা শুরু হয়। দাম্পত্য কলহ বাড়তে থাকলে এক-দেড় মাস আগে পপি রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়। সন্তানদের কথা চিন্তা করে পপিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল শাহজালাল। কিন্তু কোনোভাবেই পপি বা তার বাবার বাড়ির লোকজন তাতে সম্মত ছিল না। অবশেষে সেই হতাশা থেকেই ফেসবুক লাইভে এসে বিষপান করেন শাহজালাল।
খবর পেয়ে মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ হতে থাকলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহজালাল।
এ নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, স্থানীয়ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি এই ঘটনা এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: