সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৫:৫৬ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ হোসেন নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রি সবুজ হোসেন আখড়াখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা মিলে আখড়াখোলা বাজারের অপর ব্যবসায়ী আলাউদ্দিন বিরোধপূর্ন জমিতে পাঁকা ঘর নির্মান করছিলেন রাজমিস্ত্রি সবুজ। এ সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় সবুজ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, বিদ্যুৎস্পৃষ্টে সবুজ নামের একজন মিস্ত্রি নিহত হয়েছে বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল গিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: