ভারত থেকে ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল আমদানি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৫:৫৫ পিএম

দেশের জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে অপরিশোধিত ২৫ লাখ লিটার তেল আমদানি করা হয়েছে। আজ শনিবার (২৩ জুলাই) সকাল ৮টার সময় নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী বন্দরে চালানটি এসে পৌঁছায়। আজ সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তেল হস্তান্তর করা হয়। এ সময় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকুয়া রিফাইনারি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাকুয়া রিফাইনারি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, গত বছরে আমদানিকারক এই প্রতিষ্ঠানটি ১৬ হাজার মেট্রিক টন তেল আমদানির অনুমতি পেয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। জ্বালানি সাশ্রয় করতে উচ্চ ব্যয়ের ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পরে সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে ১ ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: