হাত-পা টিপে দেয়ার কথা বলে শিশুকন্যার শরীরে হাত, বাবা গ্রেফতার

কামরুল হাসান নিরব, ফেনী থেকে: ফেনীর সোনাগাজীতে ১১ বছরের স্বীয় শিশুকন্যাকে যৌন নিপিড়নের মামলায় অটোরিকশা চালক সোয়েব আহম্মদ খান (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জুলাই দুপুর ২টায় নবাবপুর ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের একরামুল হক লাতু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার (২৩ জুলাই) বিকালে নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নের আবু সাঈদ খান মিলনের ছেলে। সে নবাবপুর ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে ঘর জামাই হিসেবে বসবাস করত।
পুলিশ, তার স্ত্রী ও কন্যা জানায়, সোয়েব আহম্মদ খানের সঙ্গে ১২ বছর পূর্বে একরামুল হক লাতু মিয়ার কন্যা শারমিনের বিয়ে হয়। তাদের ঘরে তিন কন্যা সন্তান জন্ম নেয়। স্বামী ও সন্তানদের নিয়ে শারমিন পিতার বাড়িতেই থাকতেন। গত ২১জুলাই দুপুরে শারমিন কন্যাকে ঘরে রেখে পাশের বাড়িতে গেলে শরীর টিপে দেয়ার কথা বলে নিজ কন্যাকে যৌন নিপিড়ন চালায়।
পাশের বাড়ি থেকে ফিরলে কন্যা তার মাকে বিষয়টি জানালে তিনি স্থানীয় ইউপি সদস্য সোহেলকে অবগত করেন। তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় শারমিন আক্তার বাদী হয়ে স্বামী সোয়েব আহম্মদ খানকে আসামি করে মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার মামলা নং-২০ তাং-২৩-০৭-২০২২ খ্রিস্টাব্দ। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: