বাড়িতে এডিসের লার্ভা, তত্ত্বাবধায়ককে তিনমাসের জেল

রাজধানীর খিলগাঁওয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি বাড়ীর তত্ত্বাবধায়ককে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও এক ভবন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নির্মাণাধীন একটি ভবন সিলগালা করা হয়। আজ শনিবার (২৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জোয়ের তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-২ পরিচালনার সময় ৩৮টি ভবনের মধ্যে দুটি ভবনে এডিস মশার প্রচুর লার্ভা পায়। এসময় আদালত দুটি ভবনের মালিককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ৫০০/সি ভবনটির মালিককে জরিমানা করলেও ৫০০/৪/সি ভবনটির মালিক তা দিতে অপারগতা প্রকাশ করেন এবং আদালত পরিচালনাস্থলে উপস্থিত হতে ব্যর্থ হন। এ সময় ভবন মালিকের ভাগ্নে ও ভবনটির তত্ত্বাবধায়ক সুলতানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ছাড়া অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের কাছে ৭০/সি হোল্ডিংস্থিত পার্শ্ববর্তী রোডে বাতায়ন নামক একটি ডেভেলপার কোম্পানি কর্তৃক নির্মাণাধীন ভবনে প্রচুর লার্ভা থাকার খবর আসে। সেখানে আদালত পরিচালনা করতে গিয়ে জানা যায় খবর পেয়ে সেখানের দায়িত্বে থাকা লোকজন পালিয়ে গেছে এরপর সেই ভবনটিকে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো বলেন, জেল-জরিমানা করার পরেও ভবনের মালিকেরা অপারগতা জানান। একটি ভবনের মালিক জরিমানার টাকা পরিশোধ করলেও অন্য মালিকেরা আদালত পরিচালনার স্থলে আসতেও রাজি হননি। উপায় না পেয়ে ভবনের তত্ত্বাবধায়কে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত খবর পান পাশেই ‘বাতায়ন’ নামে একটি ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে প্রচুর লার্ভা আছে। আদালত দ্রুত সেখানে হাজির হন। তবে ভবনটির কার্যক্রম ও তদারকির সঙ্গে সম্পৃক্তরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ভবনের মূল ফটকে তালা লাগিয়ে চলে যান। এসময় আদালত ভবনটি সিলগালা করে দেন।
তিনি আরও বলেন, এডিস মশা থেকে মানুষকে জেল-জরিমানা করে রক্ষা করা যাবে না। তাই আর কাউকে এ ধরনের শাস্তি দিতে চাইনা। কিন্তু কোনো মানুষ যখন ডেঙ্গুর বিস্তার ঘটাতে সহায়ক ও ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন, তখন বাধ্য হয়ে তাদেরকে দণ্ড দেওয়া হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: