এই ছবি না দেখলে মানসম্মান থাকবে না: মাহি

এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’ ইতিমধ্যেই আলোচনার শীর্ষে। বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের জুটি দেখতে ঝাঁকে ঝাঁকে সিনেমাপ্রেমী ও তারকারা প্রতিনিয়ত হাজির হচ্ছেন সিনেমা হলে। তাদেরই দলে যোগ দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারকে নিয়ে প্রথমবার সিনেমা দেখতে হলে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
শনিবার রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনি সিনেমা হলে স্বামী রাকিব সরকারকে নিয়ে ‘পরাণ’ দেখতে আসেন তিনি। ছবিটি দেখার পর মাহিয় মাহি তাৎক্ষণিক প্রতিক্রয়ায় বলেন, অনেক ভালো লাগছে। আমরা একে অপরের সিনেমা দেখা উচিত। এই সিনেমা নিয়ে এত আলোচনা, না দেখতে এলে মানসম্মান থাকবে না।
এ সময় তাদের সঙ্গে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম, নায়ক শরিফুল রাজ ও তার স্ত্রী পরীমণি ও অভিনেতা ইয়াশ রোহনও উপস্থিত ছিলেন।
নায়িকা স্ত্রীর সঙ্গে প্রথম হলে এসে সিনেমা দেখার পর রাকিব বলেন, এর আগে মাহির সঙ্গে সিনেমা দেখতে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। বেশ ভালো লাগছে। সিনেমার মানুষরাতো আমার বউয়ের (মাহি) আরেকটি পরিবার, তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে।
পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে সিনেমাটি।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: