গাজীপুরে বাসের সাথে ট্রেনের সংঘর্ষ, নিহতের সংখা বেড়ে ৪

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০১:৪০ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের মাইজপাড়া এলাকায় ট্রেনের সঙ্গে কারখানার শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে কখন চারজন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশনের শ্রমিক ছিলেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিং নেওয়ার পথে তারা মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, আজ সকাল ৭টার দিকে মাইজপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে জামান ফ্যাশনের শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনায় রেলক্রসিংয়ের পাশের ভবনের বেশির ভাগ অংশ ভেঙে গেছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম বলেন, দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের জন্য ডিসি'র সহায়তার ঘোষণা-গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, নিহতের দাফনের জন্য প্রতি পরিবারকে সহায়তা হিসেবে ২০হাজার টাকা ও আহতদের চিকিৎসা জন্য ১০হাজার টাকা সহায়তা দেয়া হবে। এঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলেন জেলা প্রশাসক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: