নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন পালিত

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৩:৪৩ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলমান মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে র‌্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য বিভাগ। রবিবার (২৪ জুলাই) সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। পরে মৎস্যজীবীদের মাঝে ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। অপরদিকে ১৬ বিজিবির উদ্যোগে বিভিষণ বিওপির পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিভিষণ কোম্পানি কমান্ডার সুবেদার খন্দকার আসলাম আলী, রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার সালেক আহমেদ, চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডার নূরুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: