বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম ফজলে রাব্বি

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১১:১৫ পিএম

আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বরগুনা জেলা শাখার কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচত হয়েছেন রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে তৌশিকুর রহমান ইমরান নির্বাচিত হয়েছেন।

একই কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন আমতলী উপজেলার সন্তান এইচ এম ফজলে রাব্বি। আওয়ামীলীগ পরিবারের সন্তান এইচ এম ফজলে রাব্বি রিমন এর বাবা আব্দুস সাওার হাওলাদার পিরোজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে আছেন।

এইচ এম ফজলে রাব্বি রিমন বলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক আমার নেতা জনাব লেখক ভট্টাচার্যর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে যে দায়িত্ব দিয়েছে ইনশাল্লাহ আমি আমার সাধ্যমত দায়িত্ব পালন করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে ফজলে রাব্বি বরগুনা জেলা আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: