রাবি ভর্তিযুদ্ধ: শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছে রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১১:৩০ এএম

বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ভর্তি পরীক্ষার শেষ প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার (২৫ জুলাই) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে শেষ প্রস্তুতি সারছেন এসব ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়য়ের কেন্দ্রীয় মসজিদের বারান্দার ভিতর, আবাসিক হলগুলোর মসজিদে, রাবির কেন্দ্রীয় জিমনেসিয়ামে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে, ফাঁকা মাঠে বসেই নিজেদের মতো শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন দূর-দূরন্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায়, ছাত্রী জিমনেসিয়াম ও কেন্দ্রীয় মন্দিরসহ আবাসিক হলগুলোতে জিমনেসিয়াম ও রিডিংরুমে গুলোতেও পড়াশুনা করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সকল আবাসিক হল, দুটি জিমনেসিয়াম, মসজিদ, মন্দিরসহ আরো কিছু সংরক্ষিত স্থানে আবাসনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ক্যাম্পাসের সার্বিক শৃংঙ্খলার রক্ষার্থে কাজ করছে ১৫ স্তরের নিরাপত্তা বাহিনী। যারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

মসজিদে প্রস্তুতি নেয়া সোহান আহমেদ বলেন, রাজশাহীতে তেমন কেউ পরিচিত না থাকায় মসজিদেই থাকছি। তবে মসজিদের পরিবেশ অনেকটা ভালো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশও খুবই ভালো। ভর্তি প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আছে। সবকিছু মিলে আশা করি ভালোই কিছু হবে বলে জানান এ ভর্তিচ্ছু।

ফাঁকা মাঠে ভর্তি পরীক্ষার শেষ প্রস্তুতি নিচ্ছে জামালপুর থেকে আসা রাকিবুল ইসলাম। তিনি বলেন, ১২ টায় আমার ভর্তি পরীক্ষা তাই ফাঁকা মাঠে বসেই বইয়ের পাতায় শেষ চোখ বুলিয়ে নিচ্ছি। প্রস্তুতি ভালো এখন আল্লাহ ভরসা।

ছাত্রী জিমনেসিয়ামের থাকা স্বর্ণা জামান বলেন, পূর্ব থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই। এখানে এসেও যখন যেভাবে পারছি টুকটাক প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো। তাছাড়া এ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেক আগে থেকেই, কারণ পছন্দের বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশ্ববিদ্যালয় এটা। সব মিলে আল্লাহ ভরসা।

উল্লেখ্য, এবছর ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিবে। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু। ৮০ টি বহুনির্বাচনি প্রশ্নে মান ১০০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা।

এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬ শত ৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৪২৯ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: