অস্বাস্থ্যকর পরিবেশে আঁচার তৈরী, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৯:৩৯ পিএম

ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে আঁচার তৈরী করার অভিযোগে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ জুলাই) বিকালে মহানগরীর কেওয়াটখালী ছাত্রবন্ধু আঁচার কারখানায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বিডি২৪লাইভকে বলেন, নষ্ট, পোকা খাওয়া বড়ই দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আঁচার তৈরি, পোড়া তেল দিয়ে চানাচুর ভাজা, মোড়ক জাতকরণের বিধিমালাও অমান্য করা, আচারের নমুনা পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়ে অধিক মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়ায় ওই কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: