চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৪৫ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলমান জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও অবৈধ জালের ব্যবহার বন্ধে পূণর্ভবা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপজেলা মৎস বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

অভিযানে পূণর্ভবা নদী রহনপুর পৌর এলাকার বুড়িতলা ঘাট থেকে কাজিগ্রাম পর্যন্ত এ অভিযান পরিচালনা করে প্রায় ২০ টি রিং জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাসিরুদ্দিন প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: